English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৫:৫৮

রাজশাহী কলেজ হোস্টেলে ক্ষমা চাইলেন শাবানা, তবুও বহষ্কিারের দাবী

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী কলেজ হোস্টেলে ক্ষমা চাইলেন শাবানা, তবুও বহষ্কিারের দাবী

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের ছাত্রী হোস্টেলে আবাসিক ছাত্রীকে পিটিয়ে আহত করার ঘটানায় ছাত্রলীগ নেত্রী শাবানা ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রলীগ নেত্রী আহত ছাত্রী শাবানা আক্তাররে কাছে ক্ষমা চান। তবে হোস্টেলের শিক্ষাত্রীদের দাবী ছাত্রলীগ নেত্রীকে হোস্টলে থেকে বহিষ্কার। কলেজ অধ্যক্ষ রাজশাহীর বাইরে অবস্থান করায় বহিষ্কারের সিদ্ধান্ত রবিবার পর্যন্ত হোস্টেল ছাত্রীদের কাছে সময় নেন শিক্ষকরা। হোস্টেল শিক্ষাত্রীরা জানান, ওই দিন রাত ২টা র্পর্যন্ত শিক্ষকরা হোস্টলে শিক্ষাত্রিদের নিয়ে মিমাংসায় বসেন। মিমাংসায় ছাত্রলীগ নেত্রী শাবানা খাতুনকে আহত ছাত্রীর কাছে ক্ষমা চাওয়া সিদ্ধান্ত দিলে তিনি ক্ষমা চান। তারা আরো জানান, ছাত্রীরা শুধু ক্ষমা চাওয়ার মিমাংসা মেনে নেননি।যেহেতেু ওই ছাত্রলীগ নেত্রী বড়দের মারধর করেছে তাই তাকে হোস্টেল থেকে বহিষ্কার করতে হবে । তাকে হোস্টেলে রাখলে আবার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । তার জন্য হোস্টেলের পরিক্ষাত্রিরা আতঙ্কে পড়াশুনা করতে পারছেনা। তাকে বহষ্কিার না করলে হোস্টেলের সকল ছাত্রীরা আন্দোলনে নামবেন বলে জানান। এসময় শিক্ষকরা বলনে কলজে অধ্যক্ষ রাজশাহীর বাইরে অবস্থান করছেন তিনি ছাড়া বহিষ্কার করা যাবেনা। তাকে বহিস্কারের বিষয়ে আগামী রবিবার সিদ্ধান্ত নেয়া হবে বলে শিক্ষকরা আশ্বাস দেন। বৃহস্পতবার সকাল সাড়ে ১০টায় ছাত্রী হোস্টেলের ২০১ নম্বর কক্ষে মনোবিজ্ঞান শেষ বর্ষের ছাত্রী সাবিনা আক্তার ছাত্রলীগ নেত্রীকে শব্দ করে গান শুনতে বারণ করার জের ধরে ৭ থেকে  ৮জন ছাত্রলীগ নেত্রী মারপিট করে সাবিনার ডান হাতের আঙ্গুল মুচড়ে দেয় এবং হোস্টেল থেকে বের  করারও হুমকি দেওয়া হয়। হোস্টেল ছাত্রীরা এ ঘটনার বিচার দাবী করলে বৃহস্পতিবার রাতে বহিরাগত ছাত্রলীগ নেতার্কমীরা ছাত্রী হোস্টেলে এসে সাবিনাকে তুলতে আসে । সবার প্রতরোধের মুখে হোস্টেলে ভাঙ্গচুর করে তারা ফিরে যায়।