English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৫:০৬

পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরীকে শীলতাহানী; থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক
পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরীকে শীলতাহানী; থানায় অভিযোগ দায়ের

পাইকগাছায় এক প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে পাইকগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে বলে প্রাথিমিক ভাবে জানিয়েছেন। এদিকে শারীরিক প্রতিবন্ধী কিশোরীর জীবনে শ্লীলতাহানীর মত অনাকাংখিত ঘটনা ঘটায় এক প্রকার সে বাকরুদ্ধ হয়ে পড়েছে। এমতাবস্থায় অসহায় পরিবারটি সুষ্ঠ বিচারের দাবী জানিয়ে মানবাধিকার সংস্থা ও খুলনা জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার প্রতাপকাটী এলাকার মৃতঃ আকমান খাঁর লম্পট পুত্র আকরাম হোসেন(৪৫) এর একই এলাকার জনৈক সামছুর সরদারের শারীরিক প্রতিবন্ধী কন্যার উপর লোলুপ দৃষ্টি পড়ে। যে কারণে বিভিন্ন সময় আকরাম তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রতিবন্ধী কিশোরী তার ডাকে সাড়া না দেওয়ায় ঘটনার দিন রবিবার বিকালে তার পরিবারের লোকজন বাড়ীতে না থাকার সুযোগে একা পেয়ে আকরাম ঘরের ভিতরে ঢুকে জোর পূর্বক শ্ল¬ীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার অতœচিৎকারে পাশের বাড়ীতে পানি আনতে যাওয়া তার মা বাড়ীতে ছুটে এসে মেয়েকে অর্ধ বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। ঘটনার সময় আশপাশের লোকজন এসে ঘটনা প্রত্যক্ষ করলেও আকরাম কে আঙ্গাত কারণে আটক করেনি। এক পর্যায় ঘটনাটি জানাজানি না করতে তাদেরকে হত্যার হুমকি দিয়ে আকরাম পালিয়ে যায়। সৃষ্ট ঘটনাটি এলাকায় তড়িৎময় প্রচার হলে পুনরায় আকরাম বহিরাগত লোকজন নিয়ে তাদের বাড়ীতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী কিশোরী ও তার মাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ফোলা জখম করে। লোক মারফত খবর পেয়ে কপিলমুনিতে  থাকা তার ভাই এসে কিশোরীকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সর্বশেষ কোন উপায়ন্ত না পেয়ে অসহায় পরিবারটি বিচারের আসায় প্রতিবন্ধী কিশোরী আকরামকে বাদী করে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই আব্বাস আলী মারপিটের ঘটনা ঘটেছে বলে  জানিয়েছেন। সাথে সাথে শ¬ীলতাহানীর চেষ্টার বিষয় তদন্ত চলছে বলে জানান। আর উক্ত ঘটনার বিচারের দাবী জানিয়ে মানবাধিকার ও খুলনা জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় পরিবারটি।