English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৯:৩১

নড়াইলে দুই মাংশ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
নড়াইলে দুই মাংশ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা

নড়াইলে দুই মাংশ ব্যবসায়ীদের নিকট থেকে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান টীম ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার (২৫ মে) সকাল ১০টায় নড়াইল শহরের ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা ক্যাবের যৌথ উদ্যোগে নড়াইল পৌর এলাকায় এ প্রচারা ভিযান চলাকালে নড়াইল-মাগুরা সড়কে মাংশ ব্যবসায়ী জাহাঙ্গীরের দোকানে ৪/৫ দিনের পুরানো মাংশ এবং টিপু’র দোকানের নুংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মাংশ বিক্রি করার দায়ে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এ জরিমান আদায় করেন।

পরে নড়াইল-যশোর সড়কে নিউ সোনার গাঁ হোটেল, ঝুমা চিড়া মিল, রূপগঞ্জে মাংশ, পলট্রি ও মাছ বাজারের ভোক্তাধিকার সংরক্ষণ আইন বিষয়ে স্টিকার, লিপলেট বিতরণ করা হয় এবং একই সাথে আনি মেনে চলার জন্য সর্তক করা হয়।

সহকারী পরিচালক মো: সোহেল শেখ ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের উদ্দেশ্যে বলেন, ক্রেতাদের পাকা মেমো দিতে হবে। অন্যথায় পরবর্তীতে ক্রেতা সাধারণ অভিযোগ বা কোন প্রমাণ পেলে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে মুরগি ব্যবসায়ীরা ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় ফিল্ম স্টাইলে ক্রেতাদের কুপিয়ে হাসপাতালে পাঠায়। নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বাজার তদারকি করলে এ সমস্যা দূরীভূত হবে বলে নড়াইলবাসীর প্রত্যাশা।