English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ২০:০০

নড়াইলে পাঁচ গুণীজনকে সম্মননা

অনলাইন ডেস্ক
নড়াইলে পাঁচ গুণীজনকে সম্মননা

নড়াইলে সুলতান উৎসব ও শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলার অনলাইন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে গুণীজন এবং আয়োজকদের শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবটির সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মো: হিমেল মোল্যা।

সভাপতি ও সাধারণ সম্পাদক এক অভিনন্দন বার্তায় জানান, জেলা প্রশাসন নড়াইলের কৃতি সন্তানদের আরও একধাপ এগিয়ে নিতে গুণীজন সম্মাননা প্রদান করায় আমরা খুবই খুশি। এতে করে গুণীজনেরা জাতিকে আরও ভালো কিছু উপহার দিতে সক্ষম হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার (২০ মে) রাতে  জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে  গুণীজন সংবর্ধনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক  লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, চিত্রশিল্পী সমরজিত রায় চৌধূরী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস।

পরে শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নড়াইলের পাঁচ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। সম্মননাপ্রাপ্তরা হলেন চারুকলায় বিমানেশ চন্দ্র বিশ্বাস, লোক সঙ্গীতে জারি শিল্পী প্রয়াত এস এম গোলাম কিবরিয়া, যাত্রা শিল্পে মোঃ মশিউর রহমান দুলাল,  সংগীতে মোঃ রওশন আলী এবং নাট্যকলায় সুধাংশু কুমার সাহা।