English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ১৯:৩১

খাগড়াছড়িতে ভোরের পাতার একযুগ পুর্তি

অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে ভোরের পাতার একযুগ পুর্তি

দৈনিক ভোরের পাতা পত্রিকার যুগপদার্পণের শুভক্ষণ রাঙিয়ে তুলতে নানা আয়োজন করেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে জেলা প্রতিনিধিরা। শংকর চৌধুরীর সভাপতিত্বে বিশেষ আলোচনাসভা কেক কাটার মধ্যদিয়ে ১২ বছর শুভক্ষণটিকে রাঙিয়ে তুলা হয়।

এসময়ে দৈনিক ভোরের পাতার একযুগ পূর্তি আনন্দধ্বনি জাগাও গগনে দেশের কল্যানে প্রতিদিন ভোরের পাতা শ্লোগানে মুখরিত হয়েছে অথিতিরা।

 অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইস উদ্দিন, জেলা মেজিষ্ট্রেট এস এম শান্তনু চৌধুরী, সদর আওয়ামীলীগ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নূরুল আজম, বাংলাভিশন ও দৈনিক সাঙ্গু’র জেলা প্রতিনিধি এইস এম প্রফুল্ল্য, ৭১ টিভির জেলা প্রতিনিধি রুপায়ন তালুকদার, আমাদের সময়’র মোঃ রফিকুল ইসলাম, সৈকত দেওয়ান, বিপ্লব তালুকদার, সদর উপজেলার মহিলা বাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রিয় সভাপতি স্বপন ভট্টার্চায্য, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নয়ন বড়ুয়া ও কিশোর ময় ত্রিপুরা প্রমূখ।

এর আগে সকাল সারে ৯ টায় সাংবাদিক ইউনিয়ন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ইউনিয়ন কার্যালয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন পেশাজীবি লোকজন অংশগ্রহন করেন।