English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ১৮:৫৮

সরকারের শক্ত মনিটরিং চান ভোক্তারা

ইমদাদুল
সরকারের শক্ত মনিটরিং চান ভোক্তারা

পাইকগাছায় রমজানকে সামনে রেখে দাম বাড়তে শুরু করেছে দ্রব্য মূল্যের। গত এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় কয়েকটি দ্রব্যের দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই দাম বৃদ্ধি রোধে রমজানের আগেই সরকারের শক্ত মনিটরিং চান সাধারণ ভোক্তারা।

পৌর সদর সহ বিভিন্ন হাঁট বাজার ঘুরে দেখা গেছে সয়াবিন তেল, পেঁয়াজ ও কাঁচা মরিচ সহ কয়েকটি দ্রব্যের দাম স্থিতিশীল অবস্থা থাকলেও বেশ কয়েকটি দ্রব্যের দাম বেড়েছে। যার মধ্যে গত এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।

দেশী মসুর ডাল ১৩০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ১৪০ টাকা। ৪৮ টাকার চিনি বিক্রি হচ্ছে ৫৪ টাকা। ৫০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা।

ক্রেতা মাসুম বিল্লাহ জানান, গত এক সপ্তাহ আগেও দ্রব্য মূল্যের দাম সহনশীল পর্যায়ে ছিল। রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে শুরু করেছে। যার অংশ হিসাবে ইতোমধ্যেই নিত্য প্রয়োজনীয় কয়েকটি দ্রব্যমূল্যের দাম কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে।

পাইকারী দাম বেড়ে যাওয়ায় গত এক সপ্তাহে কয়েকটি দ্রব্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ী কামরুল ইসলাম জানিয়েছেন। এদিকে রমজানের আগে ভাগেই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবী জানিয়েছেন সাধারণ ভোক্তারা।