English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ১৯:২০

না ফেরার দেশে মুক্তিযোদ্ধা মফিজুর

আল-মামুন
না ফেরার দেশে মুক্তিযোদ্ধা মফিজুর

না ফেরার দেশে পাড়ি দিলেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (ইন্নালিল্লাহে ওয়ানে ইল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মঙ্গলবার (১৭ মে) ভোররাতে খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।

মঙ্গলবার খাগড়াছড়ি কেন্দীয় ঈদগাহ মাঠে বাদ আছর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মৃতে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে।

তিনি খাগড়াছড়ি পৌর সভার প্রথম কমিশনার। তার বড় পুত্র শাহ আলম বর্তমানে ৩নং পৌর ওয়ার্ডের কমিশনের দায়িত্ব পালন করছেন।