English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ১৯:১০

নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

অনলাইন ডেস্ক
নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা বিএনপির সভাপতি মো: মোসলেম উদ্দিনের মা মোছা. ফাতেমাতুজ জোহরা (৭৬) সোমবার (১৬ মে) রাত ৮টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর ৪ ছেলে ২ ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা বিএনপি'র সভাপতি ওয়াদুদ ভূইয়া, জ্যোষ্ঠ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত গভীর শোক প্রকাশ করে। এসময়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং পরিবারের সকল সদস্যর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া বলেন, ফাতেমাতুজ জোহরার বিদেহী আত্মার শান্তি কামনা করে করে তার স্বজনদের সমবেদনা জানান।