English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৭:৫২

নির্যাতিত আ’লীগ নেতারা নৌকা পায়নি

উজ্জ্বল রায়
নির্যাতিত আ’লীগ নেতারা নৌকা পায়নি

নড়াইলে মতবিনিময় সভায় কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম রহমান ওসি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি লাখ লাখ টাকা বাণিজ্য করে অযোগ্য লোকদের নৌকা প্রতিক এনে দিয়েছেন।

রোববার (১৫ মে) সকালে লোহাগড়ার বড়দিয়া বাজার সংলগ্ন ফজিলাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

শামীম রহমান বলেন, প্রকৃত ও নির্যাতিত আওয়ামীলীগের নেতা-কর্মীরা নৌকা পায়নি। নৌকার মাঝি গুলো সঠিক হয়নি। তাই আজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইল জেলার প্রায় প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এর আগে কয়েকদফায় অনুষ্ঠিত নির্বাচনে তাই নৌকা প্রতিকের বেশির ভাগ প্রার্থী পরাজিত হয়েছে। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

আগামি ২৮ মে ও ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের সকল প্রার্থীরাও পরাজিত হবেন এবং আওয়ামী লীগের  বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হবেন বলে প্রধান অতিথি মন্তব্য করেন।

নড়াইল কোটাকোল ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর আলমের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভাটির এস এম ওয়াহিদুজ্জামান দুলু এর সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোটাকোল ইউনিয়নের স্বতন্ত্র প্রাথী (আওয়ামীলীগের বিদ্রোহী) বর্তমান চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম, খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট, সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রাথী(আওয়ামীলীগের বিদ্রোহী) এস,এম নাজমুল হক প্রিন্স, আবু সরদার, হাসান মোল্যা, আরজ আলী খান, শেখ আকরাম হোসেন, শেখ মনির হোসেন, লিয়াকত হোসেন মিলু প্রমুখ।

কোটাকোল ইউনিয়নের  নয়টি ওয়ার্ডের প্রতিটি গ্রাম থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক ও দলীয় নেতা- কর্মী মতবিনিময় সভায় জাহাঙ্গীর খানের সমর্থনে উপস্থিত হন।