English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৯:২১

পাইকগাছায় কিশোরীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
পাইকগাছায় কিশোরীর আত্মহত্যা

পাইকগাছায় শান্তি বিশ্বাস (১৭) নামে এক কিশোরী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। আত্মহত্যাকারী শান্তি উপজেলার লস্কর গ্রামের কালিপদ বিশ্বাসের মেয়ে।

থানা পুলিশ জানিয়েছে, এসএসসি পরীক্ষার আশানুরুপ ফলাফল না পাওয়ায় পরিবারের উপর অভিমান করে শান্তি শনিবার (১৪ মে) রাত ১১টার দিকে পারিবারিক বাথরুমের মধ্যে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে প্রাথমিক ধারণা  করা হচ্ছে বলে থানার এসআই প্রবীন চক্রবর্তী জানান।

সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয় বলে ওসি আশরাফ হোসেন জানিয়েছেন।