English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৩:২৪

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যা: রোহিঙ্গাসহ আটক ৩

বান্দরবান প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যা: রোহিঙ্গাসহ আটক ৩
বৌদ্ধ ভিক্ষু অধ্যক্ষ উদাইংমে ওয়াইংসাকে গলা কেটে হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু অধ্যক্ষ উদাইংমে ওয়াইংসাকে গলা কেটে হত্যার ঘটনায় রোহিঙ্গাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

গত শনিবার গভীররাতে উপজেলার বাইশারী উপর চাক পাড়া বৌদ্ধ বিহারের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, আব্দুর রহিম (২৫), মো. জিয়া (২৭) ও  হ্লামং চাক (২৩)। তাদের মধ্যে আব্দুর রহিম ও জিয়া রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়।

এই ব্যাপারে বাইশারী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে ২জন রোহিঙ্গা নাগরিক এবং অপর জন চাক সম্প্রদায়। আটককৃতদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার রাতের কোন এক সময়ে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উপর চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উদাইংমে ওয়াইংসা (পাইসাং উ ভিক্ষু (৮০)কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয় পূজারীরা ভিক্ষুর জন্য খাবার নিয়ে বৌদ্ধ বিহারে গেলে ভিক্ষুর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিক্ষুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশীদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ’সহ বিজিবি এবং প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি-পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।