English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৩:১৩

সিলেটে বজ্রপাতে নিহত ৩

সিলেট প্রতিনিধি:
অনলাইন ডেস্ক
সিলেটে বজ্রপাতে নিহত ৩

সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় বজ্রপাত হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে এনিয়ে বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাড়িয়েছে।

আজ রোববার (১৫ মে) সকালে কোম্পানিগঞ্জ উপজেলায় এ বজ্রপাতের ঘটনা দুর্ঘটনা ঘটে।

এরআগে বৃহস্পতিবার ও শুক্রবারে সারাদেশের বিভিন্ন জেলায় ও উপজেলায় বজ্রপাতে ৫৭ জনরে প্রাণহানির ঘটনা ঘটেছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, মে মাসে নিয়মিতভাবে বজ্রপাতের পরিমাণ বাড়ছে। সংস্থাটির হিসাবে ১৯৮১ সালে মে মাসে গড়ে নয় দিন বজ্রপাত হতো। ২০১৫ সাল পর্যন্ত সময়ে গড়ে বজ্রপাত হয়েছে এমন দিনের সংখ্যা বেড়ে ১২ দিনে দাঁড়িয়েছে। আর হিসাবটা মৃত্যুর সংখ্যায় ধরা হলে ২০১০ সাল থেকে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৪৭৬ জন।

২০১৩ থেকে ২০১৫ সালে বজ্রপাতে যেসব মৃত্যু হয়েছে এর এক-চতুর্থাংশ হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরের নয় জেলায়। এ বছর ৮৮টি মৃত্যুর ঘটনার মধ্যে ২৭টিই হয়েছে হাওর অঞ্চলে।