English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১২:৪৬

খাগড়াছড়িতে কাঁঠাল নিয়ে সংঘর্ষে আহত ৩

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে কাঁঠাল নিয়ে সংঘর্ষে আহত ৩

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় বাগানে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের মাটিরাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। 

গত শুক্রবার সকালে গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় বাগানে এ ঘটনা ঘটলেও ঘটে।  

আহতরা হলেন-মো. নিজামুল হক (নিজাম) (৩০), মো. আমিনুল হক (২৮), আমেনা বেগম (৭০)।

স্থানীয় সূত্রে জানাযায়, স্থানীয় কাপ্তাইবাদের ক্ষতিগ্রস্ত প্রজা মৃত ফরিদুল হক এর নিজ বাগানে দুবৃত্তরা জোর পূর্বক প্রবেশ করে বাগানের আম কাঁঠাল কেটে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা করে। এ সময় ফরিদুল হকের স্ত্রী এবং দুই ছেলেকে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম হয় মো. নিজাম অজ্ঞান হয়ে যায়। 

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।  হামলাকারী আব্দুর রহিম (৪৪), খালেক (৩৬), মালেক (৩৪), আ: আলী (৩৩), আ: আজিজ(২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলাকারীদের বাড়ি গুইমারা উপজেলার জালিয়াপাড়ায়। ঘটনার পর থেকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অপরদিকে উল্লোখিত দুর্বৃত্তরা আবুল হাসেমের বাড়িতে প্রবেশ করে পরিবারকে মারধর করে বাড়ীতে থাকা ৫২ হাজার টাকা নিয়ে যায় এবং প্রাণ নাশের হুমকি দেয় বলে জানান আহতের স্বজনরা। 

সংঘর্ষের ঘটনায় আহত আমিনুল হক গুইমারা থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান মামলা না নিয়ে মেডিকেল সাটিফিকেট নিয়ে গুইমারা থানায় আসতে বলেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তজনা বিরাজ করছে। ওসি মামলা না নেয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। তবে এব্যাপারে ওসির কোনো বক্তব্য পাওয়া যায়নি।