English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১২:১৩

নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে ধর্ষিত শিক্ষিকা

মাহাতাব উদ্দিন লালন, কুষ্টিয়া প্রতিনিধি:
নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে ধর্ষিত শিক্ষিকা
হাসপাতালে বেডে শিক্ষিকা। ধর্ষক শরিফুল ইসলাম

কুষ্টিয়াতে নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে গণধর্ষনের শিকার হয়েছে এক স্কুল শিক্ষিকা। কুষ্টিয়া শহরে অবস্থিত বড়বাজার আলআমিন হোটেলে তার ওপর সারা রাত চলে বর্বর নির্যাতন। 

জানা যায়, গত ১২মে কুষ্টিয়াতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহনের জন্য পারিবারিকভাবে পূর্ব পরিচিত একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল সঙ্গে বাড়ী থেকে কুষ্টিয়ায় জান তিনি। আত্মীয়দের বাসা ওই শিক্ষিকাকে রাখার কথা বললেও প্রতারক শিক্ষক ভাগনি পরিচয়ে শিক্ষিকাকে কুষ্টিয়ার বড়বাজারের আলআমিন হোটেলে নিয়ে তোলেন। ওই রাতেই শরিফসহ আরো কয়েকজন পালাক্রমে শিক্ষিকাকে ধর্ষণ করে এবং মোবাইলে সে দৃশ্য ভিডিও করে। এঘটনা প্রকাশ করলে ভিডিও ছেড়ে দিবে বলে তরুণীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। 

রাতভর নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে তাদেরই একজন। 

ওই শিক্ষিকার বাবা জানান, চিকিৎসাধীন অবস্থায়ও ধর্ষকরা তার মেয়েকে অপহরণের চেষ্টা করেছে। এবং ঘটনা কাউকে বলতে নিষেধ করেছে। মেয়েটির নগ্ন ভিডিও ধর্ষকদের কাছে আছে বলে মেয়েটি জানিয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে অভিযোগ করলে এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও মেয়েটি জানিয়েছে।

এদিকে ঘটনা জানাজানির ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজেশে ধর্ষকরা শিক্ষিকাকে চিকিৎসা না দিয়ে মেহেরপুর নিজ গ্রামে পাঠিয়ে দেয় ।এরপর মেহেরপুরের মুজিবনগরের মেয়েটির নিজ গ্রামের মানুষের সহায়তায়  অসুস্থ অবস্থায় আবারো তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। 

প্রথম পর্যায়ে ধর্ষকরা নানা কৌশল অবলম্বন করে ধর্ষনের ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেও সাংবাদিকদের তৎপরতায় অবশেষে ঘটনার সত্যতা বেরিয়ে আসে।  

এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।