English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৭:৫৬

বাংলা ট্রিবিউনের ৩য় বছরে পদার্পন

অনলাইন ডেস্ক
বাংলা ট্রিবিউনের ৩য় বছরে পদার্পন

গাইবান্ধায় শনিবার (১৪ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের ১নং মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।  

পরে প্রেসক্লাবের সভাপতি, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি ও দৈনিক মাধুকরের সম্পাদক কে. এম রেজাউল হকের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এসময়ে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি আবু জাফর সাবু, জেলা সনাকের সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোবিন্দলাল দাস, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিশিষ্ট কবি ও কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, জেলা নাগরিক পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাসদ নেতা জিয়াউল হক জনি, অবলম্বন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, জেলা নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা যুবজোট নেতা সুজন প্রসাদ, ফোকাস বাংলার ফটো সাংবাদিক কুদ্দুস আলম, ইন্ডিপেন্ডডেন্ড টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, আজকালের খবরের জেলা প্রতিনিধি উত্তম সরকার, জনতার জেলা প্রতিনিধি মিলন খন্দকার, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ভবতোষ রায় মনা, জেলা জাতীয় কৃষক সমিতির নেতা কামরুল ইসলাম, সাংষ্কৃৃতিক কর্মী রানা পাপুল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সজল কুমার মহন্ত প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইত্তেফাক ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা। শেষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে বাংলা ট্রিবিউনের ৩য় বছরে পদার্পন এর শুভ কামনা করেন।