English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৫:৫০

বজ্রপাতে একই পরিবারের ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বজ্রপাতে একই পরিবারের ২ জনের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার হলদাহ গ্রামে বজ্রপাতে একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে। অপরদিকে কালবৈশাখী ঝড়ের তান্ডবে সাংবাদিক উজ্জ্বল রায়ের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

হলদাহ গ্রামের মোজাফফার মজুমদার ও সুজিত রায় জানান, শুক্রবার ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে হলদাহ গ্রামের কালু রায়ের স্ত্রী ছায়া রানী রায় (৪৫) ও ভাইপো প্রতাপ রায়ের (১৭) মৃত্যু হয়েছে। প্রতাপের বাবার নাম পরিমল রায়। ছায়া রানী রায় ও প্রতাপ রায় স্থানীয় বিলে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।

অপরদিকে কালবৈশাখী ঝড়ের তান্ডবে সাংবাদিক উজ্জ্বল রায়ের বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। বর্তমানে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঝড়ের আঘাতে তার ব্যবহৃত মোটর সাইকেল, ঘরে থাকা মূল্যমান ইলেক্ট্রনিক সাম্রগীসহ আসবাবপত্র তছনছ হয়ে গেছে।

সাংবাদিক উজ্জ্বল রায়ের মা অর্চনা রায় বলেন, আমরা ঘরের ভিতর থাকলে প্রাণে বাঁচতাম না। ঝড়ের আলামত দেখেই আমরা পূর্বেই নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি।