English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৪:২১

পাইকগাছায় সেলুনের ছাদ ধ্বসে আহত ২

অনলাইন ডেস্ক
পাইকগাছায় সেলুনের ছাদ ধ্বসে আহত ২

পাইকগাছায় সেলুনের ছাদ ধ্বসে দুই ব্যক্তি আহত হয়েছে। আহত এ দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টার দিকে পৌর সদরের উত্তম হেয়ার কাটিং সেলুনে চুল কাটার সময় ছাদ ধ্বসে পড়লে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান সেলুনের স্বত্বাধীকারী নিরাপদ শীলের ছেলে উত্তমসহ কয়েকজন কর্মচারী প্রতিদিনের ন্যয় শুক্রবার স্বাভাবিক কাজ করছিল। এসময় জরাজীর্ণ ভবনের ছাদের বিশাল অংশ জুড়ে ধ্বসে পড়লে কর্মচারী শীব ও চুল ছাটাতে আসা কাস্টমার আহত হয়।

উল্লেখ্য পৌর সদরে এ ধরনের অসংখ্য জরাজীর্ণ ভবন রয়েছে। যেখানে এর চেয়েও বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।