English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ১৯:৪৬

সৈয়দপুর থানায় ৪০টি মোটরসাইকেল ভবিষ্যত কি?

সুমন মূখাজী, নীলফামারী প্রতিনিধি:
সৈয়দপুর থানায় ৪০টি মোটরসাইকেল ভবিষ্যত কি?

সৈয়দপুর থানা ক্যাম্পাসে আটককৃত মোটরসাইকেল গুলো দিনের পর দিন খোলা আকাশের নিচে পরে থেকে নস্ট হতে বসেছে। কিন্তু এসবের মালিকরা কোন বৈধ কাগজ সহ তাদের মোটরসাইকেল গুলো উদ্ধারে এগিয়ে না আসায় এ অবস্থার সৃস্টি হয়েছে।

জানা যায়, বিভিন্ন অভিযানে পুলিশের হাতে রেজিস্ট্রেশন বিহিন, চোরাকারবারীর মালামাল পরিবহন ও চুরি যাওয়া ৪০টি মোটরসাইকেল আটক হয়। গত তিন /চার মাস ধরে এই ৪০টি মোটরসাইকেল পরে রয়েছে সৈয়দপুর থানার চত্বরের ক্যাম্পাসে। খোলা আকাশের নিচে থাকায় বৃস্টি ও রোদের তাপে মোটরসাইকেল গুলো নস্ট হতে বসেছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল গুলোর মধ্যে ৩৪টির বৈধ কাগজপত্র নেই, ৬টি মোটরসাইকেলের মধ্যে ৩টিতে অবৈধ পণ্য বহনকারী ও ৩টি ছিনতাই বা চুরি হওয়া মোটরসাইকেল রয়েছে। তিনি জানান  এক বছর পার হয়ে গেলে মোটরসাইকেলগুলির তালিকা করে নিলামের জন্য আদালতে আবেদন করা হবে। আদালত অনুমতি দিলে এসব নিলামে বিক্রি করা যাবে।