English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ১১:০৮

নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী জেলা শহর মাইজদীতে গণপূর্ত অধিদপ্তরের জায়গায় স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যামন আদালত। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে পৌরবাজারের উত্তর-পূর্ব পাশের বেশ কিছু স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

এসময় গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে ও পুলিশ সদস্যদের সহযোগিতায় মাইজদীর পৌর বাজারের উত্তর-পূর্ব পাশে গণপূর্ত অধিদপ্তরের জায়গায় অবৈধভাবে স্থাপিত ২০-২৫টি দোকারঘর ভ্রাম্যামন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভেঙ্গে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা শহর মাইজদীতে গণপূর্তের অধীনে প্রায় ৫০০ একর জায়গা রয়েছে। এর মধ্যে সরকারী স্থাপনা ছাড়াও বিভিন্ন স্থানে জলাশয় ও খাল রয়েছে। বর্ষা মৌসুমে ওইসব জলাশয় ও খাল দিয়ে শহরের পানি নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু শহরের বিভিন্ন প্রান্তের এ জলাশয় ও খাল সমূহ অবৈধভাবে ভরাট করে দোকানপাট নির্মাণ করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই প্রশাসনের উদ্যোগে এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। 

আগামীতে এ অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।