English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ০৯:৩৯

কুমিল্লায় গুলিতে বিএনপি কর্মী নিহত: গুলিবিদ্ধ ৩

কুমিল্লায় গুলিতে বিএনপি কর্মী নিহত: গুলিবিদ্ধ ৩

কুমিল্লা সদর উপজেলা নোয়াপাড়া এলাকায় ইউপি নির্বাচনে পক্ষে কাজ না করায় রকিবুল ইসলাম মুকুল (৪৮) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ সমর্থক গফুর মেম্বারের লোকজন। এসময় গুলিবিদ্ধ হয়েছে রিফাত, রিপন, সাইফুল ও ইফরান নামে আরও ৪ ব্যক্তি। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুকুল ওই গ্রামের মৃত একেএম ইউনুছ মিয়ার ছেলে এবং ওই এলাকার প্রিয়া ডেকোরেটরের ব্যবসায়ী।   প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে মুকুল বাড়ি যাওয়ার পথে একই গ্রামের গফুর মেম্বারের ছেলে আরিফ ও সেলিমের ছেলে রাসেলসহ ৭-৮ জন তার পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে আরিফ ও তার সঙ্গের লোকজন গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুকুল ঘটনাস্থলেই নিহত হন।   পরে বাড়িতে গিয়ে নিহত মুকুলের বন্ধু আবদুল হাকিমের ছেলে সাইফুল (৫০), তার ভাতিজা রুহুল আমিনে ছেলে রিফাত (২১) ও কর্মচারী রিপনকে (২৩) গুলি করে তারা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।   ঘটনাস্থলে যাওয়া কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ মাহবুব জানান, গুলিতে মুকুল নামের এক ব্যক্তি নিহত ও আরো তিনজন আহত হয়েছে।   কী কারণে এ খুনের ঘটনা তা এখনো স্পষ্ট জানা যায়নি, মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।