English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ২০:১৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালিপাড়ায় গাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু খোকন মিয়ার ছেলে।
 
বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
দক্ষিণপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হানিফ শেখ বলেন, ঘটনার দিন সকাল ১০টার দিকে বিল্লাল হোসেন পাখির বাচ্চা ধরার জন্য গাছে ওঠে। এসময় ওই গাছের মধ্যে দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন গাছ থেকে নিচে পড়ে যায়।
 
পরিবারের লোকজন বিল্লালকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।