English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১৯:৩৮

নিখোঁজ হোসেনের মোটরসাইকেল উদ্ধার

আল-মামুন
নিখোঁজ হোসেনের মোটরসাইকেল উদ্ধার

পানছড়ির নিখোঁজ হোসেন আলীর মোটরসাইকেল পরিত্যাক্ত অবস্থায় মাটিরাঙ্গায় উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নিখোঁজ হোসেন আলী মোটর সাইকেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

বুধবার (১১ মে) রাতে পলাশপুর এলাকা থেকে এ মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাদত হোসেন টিটো।

এসময় আরও জানান, পুলিশ পরিত্যাক্ত অবস্থায় একটি সাইকেল পলাশপুর থেকে উদ্ধার করে। খোঁজ খবর নিয়ে জানা যায় এটি পানছড়ির নিখোঁজ হোসেন আলী মোটর সাইকেল। এ ঘটনায় কাউকে আটক করা না গেলে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে বলে তিনি জানান।

প্রসঙ্গত: পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির জিয়া নগর গ্রামের মনসুর আলীর ছেলে হোসেন আলী (৩০) গত বৃহষ্পতিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া যাওয়ার পর থেকে সে নিখোঁজ হন। নিখোজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় রবিবার রাতে নিখোঁজ হোসেন আলীর মা নুরু জাহান  বাদী হয়ে একটি মামলা করেছে।

এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা ও পানছড়িতে বিভিন্ন কর্মসূচী পালন করে পার্বত্য বাঙ্গালী সংগ্রাম পরিষদ ও স্থানীয়রা।