English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১০:৩২
চার দফা দাবিতে

বেগমগঞ্জ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন

নোয়াখালী প্রতিনিধিঃ
 বেগমগঞ্জ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার দুপুরে ১২টায় চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায় কৃষিতে উচ্চ শিক্ষার সুযোগ,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ,সকল এটিআইতে উপবৃত্তি ,কৃষি ডিপ্লোমাধারীদেরকে কাগজে কলমে দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় অর্ন্তভুক্ত করাসহ চার দফা দাবিতে তারা দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছে । কিন্তুু তাদের এ যৌত্তিক দাবীগুলো বাস্তবায়নে সরকার টালবাহানা করে আসছে।

তাই তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য  ক্লাশ বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর কর্মসুচি দেয়ার হুমিক দেন।

কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউটের অধ্যক্ষর মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

১০.০৫.১৬