English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৯:৩০

মহিলা পুলিশিং কমিটির সভাপতি সুজাতা, সম্পাদক অঞ্জু

অনলাইন ডেস্ক
মহিলা পুলিশিং কমিটির সভাপতি সুজাতা, সম্পাদক অঞ্জু

গণতান্ত্রিক পদ্ধতির মধ্যদিয়ে নড়াইলে মুলিয়া ইউনিয়ন মহিলা কমিউনিটি পুলিশিং পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মে) বিকাল ৫টায় মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে সুজাতা সিংহকে সভাপতি, অঞ্জু রানী বিশ্বাসকে সাধারণ সম্পাদক (জিএস) করে মোট ২১ সদস্য বিশিষ্ট দু’বছরের জন্য এ কমিটি গঠিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি চায়না বিশ্বাস, সহ-সভাপতি শিউলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বৃষ্টি বিশ্বাস, দপতর সম্পাদক শান্তি লতা বিশ্বাস, প্রচার সম্পাদক জয়ন্তি সরকার, অর্থ-সম্পাদক সুখিতা বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন মুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ও চলতি দায়িত্ব চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী, জেলা কমিউনিটি পুলিশিং অফিসার এস,আই শেখর মল্লিক ও জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা প্রমূখ।

উল্লেখ্য, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এই বছর ২০ জানুয়ারী হতে নড়াইলেই প্রথম মুলিয়া ইউনিয়ন মহিলা কমিউনিটি পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু করে। এ যাত্রার শুভ সূচনা করেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।