English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৯:২২

নড়াইলে শুরু হবে সুলতান উৎসব

অনলাইন ডেস্ক
নড়াইলে শুরু হবে সুলতান উৎসব

নড়াইলে অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে দিনব্যাপী সুলতান উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়ে ঔইদিনের কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের আর্ট ক্যাম্প, এস এম সুলাতের রেপ্রিকা প্রদর্শনী, শিশুদের নৌকা ভ্রমন, স্থানীয় ও জাতীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, এক্রোবেটিক প্রদর্শনী ও শিল্প আড্ডা।

জানা যায়, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় আরোউপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, শিশু একাডেমি কর্মকর্তা ওয়ালিউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহব্বায়ক মলয় কুমার কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও কারু কলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা প্রমূখ।