English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৯:১৪

শিশু হত্যার প্রতিবাদে উত্তাল গুইমারা

অনলাইন ডেস্ক
শিশু হত্যার প্রতিবাদে উত্তাল গুইমারা

দুই শিশুর খেলার মারামারিকে কেন্দ্র করে শিশু হত্যার ঘটনায় খুনীদের দৃষ্টান্তমুলক বিচারদাবীতে গুইমারায় জালিয়াপাড়ায় মানববন্ধন-সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১১ মে) সকাল ১০টা থেকে চৌমহনি এলাকায় আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।      হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশেপ্রু মারমার নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,স্থানীয় জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো: মাহবুবুর রহমান,হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়বুর রহমান, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বার।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকাবাসী ও জালিয়াপাড়া আর্দশ সমাজ পরিচালনা কমিটির সভাপতি-আব্দুল কাদের,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী রুবেল,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক-কামাল হোসেনসহ বিভিন্ন স্কুলসহ সমাজের বিভিন্ন শেণী পেশার নেতৃবৃন্দরা এতে অংশ নেয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ফ্যাষ্টুনসহ অপরাধীদের বিচারের দাবী জানিয়ে প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, গুইমারা উপজেলার দক্ষিণ বড়পিলাক  এলাকায় দুই শিশুর মধ্যে মারামারির জেরে আবু ইউসুফ (রানা) নামের ১১ বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে-হাজেরা বেগম,ফাতেমা বেগম ও রমজান আলীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পলাতক রয়েছে মূল হত্যাকারী হৃদয়ের বাবা আবুল কাশেম,মামা হযরত আলী।  

সোমবার (৯ মে) বিকেল ৫টার দিকে গুইমারা উপজেলার দক্ষিণ বড়পিলাক এলাকায় খেলা করার সময় আবুল কাশেমের ছেলে হাফিজুর রহমান হৃদয় (১০) ও সাজেদুর রহমানের ছেলে আবু ইউসুফ রানার মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির এক পর্যায়ে হৃদয়ের হাত ভেঙে যায়। এর পর থেকে রানা নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে একটি সেগুন বাগানে তল্লাশি চালিয়ে রানার লাশটি উদ্ধার করে পুলিশ।

শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।