English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৩:০৬

রাজশাহীতে জামায়াত আমির গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে জামায়াত আমির গ্রেফতার
রাজশাহী নগর জামায়াতের আমির গ্রেফতার

নাশকার একাধিক মামলায় রাজশাহী মহানগর জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেমকে গ্রেফতার করেছে মতিহার থানার পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে নগরীর মির্জাপুর এলাকার নিজ বাসা তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম।

তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, তার বিরুদ্ধে নাশকার একাধিক মামলা রয়েছে। ওই সব মামলায় তাকে আদালতে নেয়া হবে।