English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১২:৫৯

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষকসহ নিহত ২

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা পল্লী বিদ্যুৎ এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর নিহত হয়েছেন। এঘটনায় তার গাড়ি চালক সেন্টুও মারা গেছেন।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মাগুরা সদরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইবি ইসলামী স্ট্যাডিয়ান দাওয়া বিভাগের অধ্যাপক ড. আবদুল্লা জাহাঙ্গীর (৪৫) ও প্রাইভেটকার চালক সেন্টু মল্লিক (৪০)।

মাগুরা ফায়ার স্টেশন অফিসার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ঝিনাইদাহ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থল দুই জন মারা যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের লাশ সদর হাসপাতলের মর্গে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।