English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৮:৩৪

সাপের কামড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলে সাপের কামড়ে ২য় শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম আনিছ (১০)। সে নড়াইল সদর উপজেলাধীন হবখালী ইউনিয়নের সাধুখালি গ্রামের আকতার মিয়ার ছেলে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১০ মে) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর একটি সাপ তার শরীরে কামড় দেয়। এতে করে সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ওঝা দ্বারা ঝাড়ফুঁক করানো হয়।

কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আনিছের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার সহপাঠীদের মধ্যেও বিরাজ করছে বন্ধু হারানোর শোক এবং সাপের আতঙ্ক।