English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৮:০২

শরীয়তপুরে উঠান বৈঠক শুরু প্রার্থীদের

অনলাইন ডেস্ক
শরীয়তপুরে উঠান বৈঠক শুরু প্রার্থীদের

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জনসংযোগ শুরু করে দেন। উঠান বৈঠক থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই একই আলোচনা বিরাজ করতে থাকে কে হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

অবশেষে ভেদরগঞ্জ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। ভেদরগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এ সকল প্রার্থীরা আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন।

ভেদরগঞ্জ উপজেলার ১৩ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক লড়বেন তারা হলেন- ছয়গাঁও ইউনিয়নে মানিক ব্যানার্জী নাম প্রকাশ হলেও প্রকৃতভাবে মনোনয়নপত্র পান মামুন মীর , মহিষার ইউনিয়নে হাজী মো. নুরুল ইসলাম সিকদার, নারায়ণপুর ইউনিয়নে মো. সালাহ উদ্দিন এবং রামভদ্রপুর ইউনিয়নে মো. বিপ্লব সিকদার।

সখিপুর ইউনিয়নে কামরুজ্জামান মানিক সরদার, কাচিকাটা ইউনিয়নে আবুল কাসেম দেওয়ান, ডি এম খালি ইউনিয়নে মোঃ জসিম উদ্দিন, আরশি নগর ইউনিয়নে মোঃ সামসুদ্দাহ (ডাঃ রতন) চরভাগা ইউনিয়ন বীরমুক্তিযোদ্দা মোঃ হাবিবুর রহমান, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন শাহ জালাল মাল, চর সেনসাস ইউনিয়ন বি এম আনোয়ার হোসেন, চিরকুমারীয়া ইউনিয়ন মোহাম্মাদ মোজ্জামেল হোসেন, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন মোঃ ইউনুছ সরদার।

এদিকে, কয়েকটি ইউনিয়নে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা নেতাদের মূল্যায়ন না করায় বিক্ষোভ সমাবেশ করেছেন।