English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৭:৪০

ত্রিশালে হত্যা মামলায় যাবজ্জীবন ৮

অনলাইন ডেস্ক
ত্রিশালে হত্যা মামলায় যাবজ্জীবন ৮

ময়মনসিংহের ত্রিশালের চাঞ্চল্যকর রমজান আলী হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন দিয়েছেন দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (১০ মে) বিকেলে আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের প্রত্যেককে ৫০০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১০ আসামির মধ্যে ইতোমধ্যে দুজন মারা গেছেন। বর্তমানে ৭ আসামি কারাগারে এবং একজন পলাতক রয়েছেন।

আসামিরা হলেন―ত্রিশাল উপজেলার শাকুয়াই ইউনিয়নের আকরাইল গ্রামের নাসিরুল হক, আব্দুল আওয়াল মেম্বার, গন্ডখোলা গ্রামের সুমন মিয়া, আলমগীর কবির, আব্দুল বাতেন, হুমায়ূন কবির, সিরাজুল ইসলাম ও পলাতক জিয়াউদ্দিন ওরফে জিদ্দি।

রায়ের বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে একদল ডাকাত ঘরে ঢুকে রমজান আলীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর ৩১ সেপ্টেম্বর নিহত রমজান আলীর ছেলে আরিফ রব্বানী বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।