English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১১:২৬

কুষ্টিয়ায় কথিত ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় কথিত ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত ১
কথিত বন্দুকযুদ্ধে নিহত আসাদুল

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আসাদুল ফকির (৩৭) নামে একজন ‘ডাকাত’ নিহত হয়েছেন। এই ঘটনায় ওসিসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি এবং করাত উদ্ধার করেছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালীগড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আসাদুল ইসলাম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য ছিলেন। তিনি উপজেলার রাধানগর গ্রামের মৃত এজাহার আলী ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, সোমবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগড়া মাঠের কাছে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ আসাদুলকে পাওয়া যায়। গুলিবিদ্ধ আসাদুলকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কত্বব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি সার্টার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি, বন্দুকের তিনটি কার্তুজ ও গাছ কাটার কাজে ব্যবহৃত একটি করাত উদ্ধার করেছে।

নিহত আসাদুল ফকির নিজ নামে গঠিত সন্ত্রাসী বাহিনীর প্রধান নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাশের আলমডাঙ্গা থানায় দু’টি হত্যা মামলা, হরিণাকুণ্ডু থানায় দু’টি হত্যা মামলা ছাড়াও মিরপুর থানায় খুন ডাকাতি অপহরণ মিলে মোট অর্ধডজন মামলা রয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।