English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ০০:৪০

নৌকার সমর্থন করায় স্কুল ছাত্রকে পিটিয়ে আহত

মাহাতাব উদ্দিন লালন, কুষ্টিয়া প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নৌকার সমর্থন করায় স্কুল ছাত্রকে পিটিয়ে আহত

 

পরিবারের লোকজন নৌকার পক্ষে সমর্থন করায়  এবং গ্রাম্য সমাজে যোগ না দেওয়ার অপরাধে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা । গতকাল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামে এই নেক্করজনক ঘটনা ঘটেছে। আহত স্কুল  ছাত্রের নাম কাদের মিয়া(১১) সে গোবরা গ্রামের আয়ুব মিয়ার ছেলে ও চাঁদপুর হাইস্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে ।  স্কুল ছাত্রের বড় ভাই আরজু জানান, আমরা নৌকার পক্ষে ভোট করেছি এই কারনে স্বত্রন্ত্র প্রার্থীর সমর্থক আসাদ,তার ছেলে পিয়াস,শমশের ও তার ছেলে হাফিজ ও আজিজুল আমাদের বিভিন্নভাবে নির্বচনের আগে থেকেই  হুমকি ধামকি দিয়ে আসছিলো। এই সূত্রধরে নির্বাচনে নৌকা  হেরে যাওয়াই উপরুক্ত আসামীগন আমাদের গ্রাম্য সমাজে যোগ না দেওয়ার অজুহাতে হামলার চেষ্টা করে।  আমাদেরকে না পেয়ে আমার ছোট ভাই বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাবার সময় পথের মধ্যে ওকে একা পেয়ে পিটিয়ে আহত করেছে। ওর মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। ও এখন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

চিকিৎসকের সাথে তথা বলে জানা যায়, ছেলেটির মাথায় আঘাত লেগেছে মাথার পরীক্ষার জন্য সিটি স্ক্যান দেওয়া হয়েছে রিপোর্ট এখনও পাওয়া যায়নি। রিপোর্ট না পাওয়া পর্যন্ত এখনও কিছু বলা যাচ্ছে না । এই বিষয়ে স্কুল ছাত্রের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান এই বিষয়ে কুমারখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।