English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৮:৩৮

সাত দফা দাবীতে বাঙ্গালী পরিষদের হরতাল

আল-মামুন
সাত দফা দাবীতে বাঙ্গালী পরিষদের হরতাল

সাত দফা দাবীতে খাগড়াছড়িতে কঠোর অবস্থান,পিকেটিং,বিক্ষোভ মিঠিল,সমাবেশের মধ্য দিয়ে পার্বত্য বাঙ্গালী সংগ্রাম পরিষদের হরতাল চলছে।

সোমবার (৯ মে) সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরসহ ৯টি উপজেলায় হরতালের পক্ষে মাঠে অবস্থান নেয় হরতাল সমর্থক ও হরতাল আহবানকারীরা সংগঠনের নেতাকর্মীরা।

খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্তরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে পিকেটিং করতে দেখা গেছে হরতালের সমর্থনে মাঠে থাকা নেতাকর্মীদের। এ সময় সব ধরনের অপীতিকর পরিস্থিতি রোধে পুলিশ নিরাপত্তা জোরদার করে।

৮টায় হরতালের সমর্থনে মিঠিল বের করে পার্বত্য বাঙ্গালী যুব সংগ্রাম পরিষদ, ছাত্র সংগ্রাম পরিষদ ও শ্রমিক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন,পার্বত্য বাঙ্গালী শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম মাসুম,পার্বত্য যুব সংগ্রাম পরিষদের মাহবুব আলম শান্ত।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক-আশরাফুল আলম, রবিউল ইসলাম, শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো: আজাদ প্রমূখ।

হরতাল চলাকালে খাগড়াছড়ি জেলা থেকে কোন ধরনের দুরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ ছিল দোকানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলাজুড়ে কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।