English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১২:১২

জাবি’র ডেপুটি রেজিষ্টার স্কুলের সভাপতি নির্বাচিত

রেজাউল কবির রাজিব, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
জাবি’র ডেপুটি রেজিষ্টার স্কুলের সভাপতি নির্বাচিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও সচিব আব্দুল মালেক সরকার হারবাইদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে তৃতীয় বার নির্বাচিত হয়েছেন। 

গাজীপুর মহানগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হারবাইদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে আব্দুল মালেক সরকার ২০০৯ সালে দুই মেয়াদে এডক কমিটির সভাপতি নির্বাচিত হন। ২০১০-২০১৪ সালেও দুই মেয়াদে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। এবার ২০১৬ সালেও তিনি তৃতীয় বারেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনঃরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর সিটি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিরও সভাপতি।

তিনি দায়িত্ব গ্রহণের পর হারবাইদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ৯৩% পাস, পিএসসি ও জেএসসি পরীক্ষার কেন্দ্রসহ বাউন্ডারী ওয়াল ও বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করতে সক্ষম হয়েছেন। এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু করেছেন। আব্দুল মালেক সরকারকে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত করায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্রছাত্রীদের অভিভাবকদের ধন্যবাদ জনান।