English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১১:১৮

ময়মনসিংহে জাপার হামলায় বিএনপি কর্মী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে জাপার হামলায় বিএনপি কর্মী নিহত

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ সদরে জাতীয় পার্টি সমর্থিত পরাজিত মেম্বারের কর্মী-সমর্থকদের হামলায় এনামুল হক নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছে।

আজ সোমবার (৯ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনামুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এরআগে রোববার দুপুরে ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত বিজয়ী সদস্য প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায় জাতীয় পার্টি সমর্থিত পরাজিত প্রার্থী জমসেদের লোকজন।

এঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় এনামুলকে বিকালে ঢাকায় পাঠানো হয়। এনামুল হক সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বীরবওলা গ্রামে আবু বকর সিদ্দীকের ছেলে।