English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১০:৩৮

বোম হামলায় কেঁপে উঠল যশোর কারাগার

যশোর প্রতিনিধি:
বোম হামলায় কেঁপে উঠল যশোর কারাগার
যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক

দুর্বৃত্তের ছোঁড়া হাত বোমায় মাঝ রাতে কেঁপে উঠল যশোর কেন্দ্রীয় কারাগার। রোববার (৮মে) রাত ১১টার দিকে বোমাটি ছুঁড়ে মারলে কারাগার কম্পাউন্ডে বোমাটি বিস্ফোরিত হয়।

প্রত্যককারা সূত্রে জানা যায়, কারাগারের পশ্চিম পাশের জেল রোড সড়ক থেকে দুর্বৃত্তদের ছোঁড়া হাত বোমাটি কম্পাউন্ডের কারারক্ষী ব্যারাকের ওপর দিয়ে এসে গ্যারেজের কাছে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বেশ আতঙ্কের সৃষ্টি হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাজাহান আহমেদ জানান, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। তিনি আরও বলেন, পুলিশকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়েছে।