English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৮:৫৬

নীলফামারীর দুই ওয়ার্ডের নির্বাচন ড্র

অনলাইন ডেস্ক
নীলফামারীর দুই ওয়ার্ডের নির্বাচন ড্র

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ও ডোমার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচন ভোটের ফলাফল ড্র। একই সংখ্যায় ভোট পাওয়ায় সেখানে পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শনিবার (৭ মে) অনুষ্ঠিত এই দুই ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রোববার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্টরা জানান ওই দুই ওয়ার্ডে  পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জোড়াবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পান্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৭৬৭। আর ওয়ার্ডে সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থী ছিল ৬  জন।

এদের মধ্যে আজিজুল ইসলাম বুল তালা প্রতিকের প্রার্থী ভোট পেয়েছেন ৪৩২। একই ভাবে ওই ওয়াডে মোরগ প্রতিকের প্রার্থী সানোয়ার আলী প্রামানিক ভোট পেয়েছেন একই সংখ্যায়।

অপর দিকে ডোমার সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে দক্ষিন বড় রাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট সংখ্যা ছিল ৯০৩। আর সাধারন ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী ছিলেন ৪ জন।

এদের মধ্যে ভ্যানগাড়ী প্রতিকের প্রার্থী জয়নাল আবেদীন ভোট পান ৩১৫। আবার তালা প্রতিকের প্রার্থী শাহীনুল ইসলাম ভোট পান ওই সংখ্যায়। ফলে ওই দুই ওয়াডে চার জনের ভোট সংখ্যার ফলাফলে ড্র হয়ে যায়।

এতে সেখানে সংশ্লিষ্টরা সাধারন ওয়ার্ড সদস্যেদের বিজয়ীর হবার নাম ঘোষনা করতে ব্যর্থ হন।

রোববার এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান ভোটের ফলাফল ড্র হলে লটারীর মাধ্যমে বিজয়ী ঘোষনার কোন বিধায় নেই।

ইউপি নির্বাচনের ৪১০৬ ধারার বিধান মতে শুধু মাত্র ভোটের ফলাফলে ড্র হওয়া ওই সকল প্রার্থীর মধ্যেই ভোট গ্রহন করা হবে। এ জন্য রির্টানীং অফিসার উক্ত দুই ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহনের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে পত্র প্রেরন করেছে।

নির্বাচন কমিশনের নির্দেশ পেলে দিনক্ষন ঠিক করে ওই দুই ওয়ার্ডে শুধু মাত্র চার প্রার্থীর মধ্যেই পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই দুই ওয়ার্ডের ভোটারগন ভোট প্রদান করবেন।