English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৮:৪২

বাগডাঙ্গা ঝড়ে ভাইবোনসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
বাগডাঙ্গা ঝড়ে ভাইবোনসহ নিহত ৩

নড়াইলে ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গায় ঝড়ে ঘরচাপায় ভাইবোনসহ নিহত ৩জন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৫০ জন। নিহতরা হলেন- নবী উদ্দিনের ছেলে আলফাজ (৬), মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পিয়ারী খানম এবং কলিমন গ্রামের বিকাশ বিশ্বাস ঘরচাপায় মারা যান।

শনিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে আকস্মিক ভাবে ঝড় বয়ে যায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, এসময়ে  ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি ভেঙ্গে পরেছে।  শত শত গাছপালা উপরে পরেছে।  গাছপালা ভেঙ্গে যাওয়ায়ে এসময়ে আশপাশের বিভিন্ন গ্রামীণ সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। আবার বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় এখনও বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন।

ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ায় পরিবারগুলো ঝড়-বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।  জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

ভূক্তভোগীরা জানান, শনিবার রাতে প্রচন্ড ঝড়টি মাত্র কয়েকমিনিট স্থায়ী হয়। মুহুর্তের মধ্যে গাছপালা ভেঙ্গে পড়ে ঘরের উপর, গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। ছিঁড়ে গেছে তারও। এমনকি বিদ্যুতের মিটার গাছে ঝুলছে।

রোববার দুপুরে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।