English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৮:১০

পুরোহিতকে হত্যার হুমকিদাতা বাকাউল আটক

অনলাইন ডেস্ক
পুরোহিতকে হত্যার হুমকিদাতা বাকাউল আটক

শরীয়তপুর জেলার কেন্দ্রীয় পালং হরিসভা মন্দিরের পুরোহিতকে ফোনে হত্যার হুমকিদাতা আব্দুল খালেক বাকাউলকে (১৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মে) রাত ৮টার দিকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার ডিঙ্গাভাঙ্গা বাজার থেকে আটক করা হয়। আটক আব্দুল খালেক বাকাউল চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানার ডিঙ্গাভাঙ্গা এলাকার আব্দুল হাকিমের ছেলে।

এ ব্যাপারে পালং মডেল থানা উপ-পরির্দশক এসআই সজল কুমার পাল মুঠোফোনে বলেন, আমরা পুরোহিতকে হুমকিদাতা আব্দুল খালেক বাকাউলকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার ডিঙ্গাভাঙ্গা বাজার থেকে আটক করতে সক্ষম হয়েছি।

সে হুমকির দেয়ার কথা স্বীকার করেছে। এখন তাকে শরীয়তপুরের নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, ২৯ এপ্রিল শুক্রবার গভীর রাতে পৃথকভাবে শরীয়তপুর জেলা সদরের ২টি মন্দিরে ১৩টি প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। কেন্দ্রীয় পালং হরিসভা মন্দিরে ১০টি প্রতিমা ও হৃষিপাড়া রূপনগর কালী মন্দিরে ১টি কালী প্রতিমাসহ ৩টি প্রতিমা ভাংচুর করে। প্রতিমা ভাংচুরের শব্দ পেয়ে মন্দিরের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় সদর উপজেলার আংগারিয়া গুচ্ছ গ্রামের নুরুল ইসলাম কাজীর ছেলে সিরাজুল ইসলাম কাজী নামে এক জনকে আটক করে পুলিশ।

এই ঘটনায় পুরোহিত সুকুমার ভট্টাচার্যকে গত ৩ মে অপরিচিত নাম্বার থেকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে মন্দির ত্যাগ করার জন্য বলেন। না হলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এই হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে।

এই নিয়ে বাংলাদেশ পুঁজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, পালং হরিসভা, ইসকন ও উদীচী শিল্পী গোষ্ঠী মানববন্ধন ও জেলা প্রশাসকের মধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।