English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৮:০৩

জাজিরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
জাজিরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামে শনিবার (৭ মে) দুপুর ৩টার দিকে বজ্রপাতে ওসমান গনি (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওসমান গনি জামালপুর জেলার মেলান্দ থানার মধ্যের চর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নিহত ওসমান গনি ধানকাটার জন্য জামালপুর জেলা থেকে এসে জাজিরা উপজেলা কাজীরহাট গ্রামে স্বপরিবারে বসবাস করছেন।

শনিবার সকালে ধান কাটার উদ্দেশ্যে বৃষ্টির মধ্যে বের হলে দুপুরে বজ্রপাতে মাঠের মধ্যে ধানকাটা অবস্থায় তার মৃত্যু হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।