English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৭:৪৮

নড়াইলে মহানামযজ্ঞ নিশীনার্থতলায়

অনলাইন ডেস্ক
নড়াইলে মহানামযজ্ঞ নিশীনার্থতলায়

নড়াইল পৌরসভাধীন ঐতিহ্যবাহী নিশিনাথতলা মন্দির প্রাঙ্গনে দেশমাতৃকা, বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় শুরু হয়েছে ৬৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহা নামযজ্ঞানুষ্ঠান।

প্রতি বছরের ন্যয় এবারও ধর্মী ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার মহানামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর থাকছে ৬৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন, কুঞ্জভঙ্গ, নগর সংকীর্তন, প্রসাদ বিতরণ এর মধ্য দিয়ে শেষ হবে এ মহানামযজ্ঞ ।

সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসবকে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করায় জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা আয়োজক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এছাড়া সভাপতি এক বিবৃতিতে বলেন, মহানামযজ্ঞানুষ্ঠানটি গণমাধ্যমে তুলে ধরার জন্য সার্বিক কর্মকান্ড পরিচালনা করবে জেলা অনলাইন মিডিয়া ক্লাব।