English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৭:৪৮

নড়াইলে ইউপি নির্বাচনে জয়ীরা

অনলাইন ডেস্ক
নড়াইলে ইউপি নির্বাচনে জয়ীরা

নড়াইলে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন শেষ হয়েছে। এর মধ্যে ২ জন পূর্বেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

জানা যায়, নড়াইল সদর উপজেলার ৬টি ইউনিয়নে যার বিজয়ী হলেন, বাঁশগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম, কলোড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস সরদার (আ’লীগ বিদ্রোহী), সিংগাশোলপুর উজ্জ্বল শেখ (আ’লীগ বিদ্রোহী), ভদ্রবিলায় স্বতন্ত্র প্রার্থী শহিদুর রহমান (আ’লীগ বিদ্রোহী), শেখহাটিতে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) বুবুল আহম্মেদ। সদরের বিছালী ইউনিয়নে কোনো প্রতিদ্বন্ধি না থাকায় আওয়ামী লীগের আনিছুর রহমানকে পূর্বেই বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

কালিয়া উপজেলার ৬টি ইউনিয়নে যার বিজয়ী হলেন, জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী আলাউদ্দিন, বাঐসোনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহ্ মোঃ ফোরকান মোল্যা, খাসিয়াল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী  খান রাসেল সুইট (আ’লীগ বিদ্রোহী), পহরডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোল্যা মোকারম হোসেন হিরু (আ’লীগ বিদ্রোহী) ও মাউলী ইউনিয়নে বিএনপির প্রার্থী এস.কে.এম সাজ্জাদ হোসেন ।

এর আগে কলাবাড়িয়া ইউনিয়নে কোনো প্রতিদ্বন্ধি না থাকায় চেয়ারম্যান পদে মাহামুদুল হাসান কায়েস বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

শনিবার (০৭ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইলের ২টি উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়।