English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৭:২৬

শরীয়তপুরে ৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

অনলাইন ডেস্ক
শরীয়তপুরে ৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শরীয়তপুর জেলার নড়িয়া এবং জাজিরা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৭ চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন- নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে নুরুল হক ব্যাপারী, জপসা ইউনিয়নে আলহাজ্ব শওকত হোসেন বয়াতী, ডিঙ্গামানিক ইউনিয়নের আলহাজ্ব আনোয়ার হোসেন খান, রাজনগর ইউনিয়নে জাকির হোসেন গাজী, ফতেজঙ্গপুর ইউনিয়নে আলী হোসেন খন্দকার ও ভূমখাড়া ইউনিয়নে ডি.এম শাহ্জাহান সিরাজ।

এছাড়া জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আলহাজ্ব আবু তাহের সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এসকল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে অন্য কোনো প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় এবং রাজনগর ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামী লীগের এই ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নড়িয়া উপজেলার ১৩টি এবং জাজিরা উপজেলার ৫টি ইউনিয়নে পঞ্চম ধাপে আগামী ২৮ মে নির্বাচন হওয়ার কথা রয়েছে।