English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৪:২২

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২

অনলাইন ডেস্ক
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- রাজু শেখ (২৩) ও নজরুল শেখ (১৭)। শুক্রবার (৬ মে) রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৭ মে) সকালে ময়না তদন্তের তাদের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কাশিয়ানী থানার ওসি মিজানুর রহমান। এলাকাবাসী সূত্র জানায়, রাতে সাজাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মনি মোহন বাগচীর বিজয় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এ অনুষ্ঠানে বিদ্যুৎসংযোগ দিতে ওই দুই জন বিদ্যুতের খুঁটিতে ওঠেন। এ সময় তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। কাশিয়ানী থানার ওসি মিজানুর রহমান জানান, ওই দুজনের মৃতদেহ  উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়না তদন্তের তাদের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।