English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৪:০৯

বগুড়ায় বাস উল্টে নিহত ৪

অনলাইন ডেস্ক
বগুড়ায় বাস উল্টে নিহত ৪
বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে ৪ জন নিহত হয়েছেন। এতে অারও ১৫ জন আহত হয়েছেন।
 
শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
শেরপুর থানার ওসি খান মো: এরফান জানান, দেওয়ান পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। শুত্রবার রাত ১১টার দিকে ঘোগাব্রিজ এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।