English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ২৩:৪৭

ভাইরাস জ্বরে আক্রান্ত ৯ পুলিশ কর্মকর্তা, কাজে ব্যাঘাত

নোয়াখালী প্রতিনিধি
অনলাইন ডেস্ক
ভাইরাস জ্বরে আক্রান্ত ৯ পুলিশ কর্মকর্তা, কাজে ব্যাঘাত

কোম্পানীগঞ্জ উপজেলায় ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জ্বরে সাধারণ মানুষের পাশাপাশি থানার ৯ পুলিশ কর্মকর্তাও বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (৪ মে) সকালে হাসপাতালগুলোতে খবর নিয়ে জানা গেছে, গত দু’দিনে উপজেলার প্রায় শতাধিক মানুষ ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে। 

এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১৩টি প্রাইভেট ক্লিনিকে শিশু, বৃদ্ধাসহ কমপক্ষে অর্ধ-শতাধিক রোগী ভর্তি আছেন। ভাইরাস জ্বরে আক্রান্ত পুলিশ কর্মকর্তারা হচ্ছেন- কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, এসআই সুমন বড়ুয়া, এসআই শিশির বিশ্বাস, এসআই সৈকত দাস গুপ্ত, এএসআই সাইদুল হক ও পুলিশের চার কনস্টেবল। কোম্পানীগঞ্জ থানার এসআই সৈকত দাস গুপ্ত জানান, ৫ পুলিশ অফিসার ও চার কনস্টেবল ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এজন্য তাদের স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। বৈরী আবহাওয়ার কারণে বছরের এ সময়ে জ্বর, নিউমোনিয়া ও ডায়েরিয়া এবং পানি বাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এজন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দেন।