English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১২:০০

সোনাইমুড়ীতে যুবলীগ কর্মীকে গুলি

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি,
সোনাইমুড়ীতে যুবলীগ কর্মীকে গুলি
প্রতীকী ছবি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের পোস্টার লাগানোকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে স্থানীয় যুবদল ও যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলির ঘটনা ঘটেছে। এতে জাহিদ হোসেন (২৫) নামের এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।   মঙ্গলবার রাতে পদিপাড়া পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পারভেজ আলম জানান, ৭ মে শনিবার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. আলমগীর হোসেন ভূঁঞার পোস্টার লাগানোর জন্য জাহিদ’সহ ৫-৬ জন যুবক পদিপাড়া পশ্চিম বাজারে যায়।  এসময় যুবদল নেতা ও স্থানীয় সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামের নেতৃত্বে কয়েকজন যুবলীগ কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় যুবদল কর্মীদের গুলিতে জাহিদ গুলিবিদ্ধ হয়। পরে আহত জাহিদকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা যুবলীগ সভাপতি খলিলুর রহমান অভিযোগ করে বলেন, আগামী শনিবারের নির্বাচনে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি’র প্রার্থী জহিরুল ইসলাম বাবলুর নির্দেশে সাদ্দাম বাহিনী এ ঘটনা ঘটিয়েছে।

বিএনপি সমর্থিত প্রার্থী জহিরুল ইসলাম বাবলু তার বিরুদ্ধে যুবলীগের অভিযোগ অস্বীকার করে বলেন, বরং তারাই এলাকায় প্রভাব বিস্তার করছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতিতে বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।