English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ০১:১৮

তুরাগে নারী মাদক ব্যবসায়ী আটক

ইলিয়াছ মোল্লা
তুরাগে নারী মাদক ব্যবসায়ী আটক
আটক প্রতীকী ছবি

রাজধানীর তুরাগে আছিয়া বেগম (৩৮) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি তারারটেকের মৃত আব্দুল হকের স্ত্রী।

মঙ্গলবার দুপুর ১টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপপরিদর্শক (এএসআই) খন্দকার সুজাত আলী তুরাগের তারারটেক এলাকায় অভিযান চালিয়ে আছিয়াকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ১শ ফিস ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক উত্তর ঢাকা মেট্রো উপ-অঞ্চল এ কে এম কামরুল ইমলাম বাদি হয়ে তুরাগ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন মামলা নং ২ তারিখ ৩/৫/২০১৬ইং। 

বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা।