English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ০০:৪৮

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’পালিত

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’পালিত

সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণের মধ্য দিয়ে সারা দেশের মতো নোয়াখালীতেও “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ” পালন করেছে কয়েকটি সাংবাদিক সংগঠন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার  দুপুরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে নোয়াখালীতে কর্মকর বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । র‌্যালিটি নোয়াখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্থ ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ এবং তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করার মধ্যে দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালীতে কর্মকর বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মতপ্রকাশ,ঐক্য,সংহতি হলো গণতন্ত্রের গুরুত্বপূর্ণ সিঁড়ি।  যে সমাজ বা রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা নেই সেই সমাজ কিংবা রাষ্ট্রকে কখনো উন্নয়নশীল দেশ হতে পারে না। গণতন্ত্রের প্রতি বিশ্বাস, আস্থা ও চর্চা থাকলে গণমাধ্যমের স্বাধীনতায় কেউ কখনও হস্তক্ষেপ করতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে সাংবাদিক সমাজকে রাজনৈতিক মত ও পথ ভুলে গিয়ে পেশাগত দৃঢ় ঐক্য গড়ে তোলার কোন বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, সাংবাদিক হত্যা, গুম, খুন, অপহরণ, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবী জানান।